এক গোলে সমতার সঙ্গে প্রাণ ফিরে পান আর্জেন্টাইন সমর্থকরা। গোল হতেই প্রায় তিন মিনিট গোল আর মেসি চিৎকারে স্তব্ধ হয়ে যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা।<br /><br />শনিবার রাতে রাশিয়া বিশ্বকাপে প্রিয় দলের খেলা উপভোগে কোনো কমতিই রাখতে চাননি এখানে উপস্থিত মেসিভক্তরা। খেলার টান টান উত্তেজনার মতো চিৎকার আর হতাশার ঢেউ বয়ে যাচ্ছিল ফুটবলপ্রেমী এই দর্শকদের মাঝে।
